২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য আগামী ৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভা আহ্বানের জন্য উপাচার্যকে চিঠি দেবে শিক্ষক সমিতি।
২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

২৮ মার্চ পুনরায় শিক্ষক সমিতি মিটিংয়ের আহ্বান করে এবং মিটিংয়ে গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া মিটিংয়ে শিক্ষক সমিতি আগামী ৪ এপ্রিলের মধ্যে ভিসিকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার অনুরোধ জানান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, যেহেতু একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে; সেহেতু এ সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।
তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সদস্যদের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপাচার্য পরীক্ষা নিতে পারেন না। তাছাড়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মহান সংসদ ভবন থেকে আইনের মাধ্যমে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, আমরা অনুরোধ করবো, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে সম্মান জানানো হোক। যেহেতু একাডেমিক কাউন্সিলে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে; সেহেতু এটার প্রতি কর্তৃপক্ষের অবশ্যই শ্রদ্ধাশীল হওয়া উচিত।
আপনার মতামত দিন