ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। গত ৮ মার্চ থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আজ বুধবার (৩১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর এ বছরের জন্য এ প্রক্রিয়ায় বন্ধ হয়ে যাবে।
তবে আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। আগামী ১ মে বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগ পর্যন্ত ভর্তিচ্ছুরা প্রবেশপত্র নামিয়ে নিতে পারবেন।
এ প্রসঙ্গে অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বুধবার রাতে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আগামী ৮ এপ্রিল পর্যন্ত ভুল সংশোধন করার সুযোগ থাকছে। তবে নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ হবে না। কারিগরি ত্রুটির কারণে আবেদন কয়েকদিন বন্ধ থাকলেও এখন তেমন চাপ নেই। শেষ সময়ে আবেদনও পড়েছে কম।’
জানা গেছে, এবার প্রায় তিন লাখ ২০ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছে। গত ২৯ মার্চ প্রকাশিত তথ্যানুযায়ী, ক-ইউনিটে মোট আবেদন জমা পড়ে এক লাখ ১৯ হাজার, খ-ইউনিটে ৪৫ হাজার, গ-ইউনিটে ২৬ হাজার, ঘ-ইউনিটে এক লাখ ১৪ হাজার এবং চ-ইউনিটে ১৯ হাজার ৮০০।




আপনার মতামত দিন