বুটেক্সে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে, আসুন জেনে নিই বুটেক্সে পরীক্ষার খুঁটিনাটিযোগ্যপ্রার্থীরা আগামী ২৪ মে থেকে নির্দিষ্ট ৮০০ টাকা ফি জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুন। এবারে ৬০০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে ৯ হাজার শিক্ষার্থী। তার মধ্যে ৩ হাজার জনের মেধাতালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর ফল প্রকাশিত হবে ০৮ জুলাই।পরীক্ষার নম্বর বন্টন: এবারও ২০০ মার্কসের লিখিত পরীক্ষা হবে। বিষয়: পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি।মানবন্টন:পদার্থবিজ্ঞান (৬*১০)= ৬০রসায়ন (৬*১০) =৬০গণিত (৬*১০) =৬০ইংরেজি (৫*৪) =২০মোট=২০০ মার্কসএই ২০০ মার্কসের মধ্যে ৪০% এর কম নম্বর হলে তালিকায় নাম প্রকাশিত হবে না।সর্বোচ্চ ৩০০০ জনের নাম প্রকাশিত হবে যারা মেধার ভিত্তিতে ডিপার্টমেন্ট পছন্দ করার সুযোগ পাবে।আসন সংখ্যা:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিপার্টমেন্টের বিপরীতে সিটি রয়েছে ৬০০টি। বিস্তারিত জানা যাবে (https://www.butex.edu.bd)তে।
বুটেক্সে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা link below:
https://drive.google.com/drive/u/0/folders/1VA5LmmlZM0mzVaXQhs0_YrnuguhLHDsP?fbclid=IwAR1aaHtgGu8lz6tQSORRIYBnb3pFzyC_9h6Dcv7mQ_I517KWRniAiX_1HqI

আপনার মতামত দিন