প্রায় চার কোটি ১৭ লাখ সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সাঁওতাল দম্পতি’। সম্প্রতি নিউ ইয়র্কে এক নিলামে ছবিটি বিক্রি হয়। এদিন নিলামে শিল্পাচার্যের আরেকটি চিত্রকর্ম ছিল, যা একজন নারীর তেলচিত্র।
বিবিসি জানিয়েছে, ‘সাঁওতাল দম্পতি’ চিত্রকর্মটি বিক্রি হয়েছে তিন লাখ ৮১ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশের কোনো শিল্পীর শিল্পকর্মের জন্য সর্বোচ্চ মূল্য বলে মন্তব্য করেছেন শিল্পবোদ্ধারা।
গত সপ্তাহে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সোদেবি’স নিউ ইয়র্কে ‘মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি সাউথ এশিয়ান আর্ট’ শীর্ষক এক নিলামের আয়োজন করে। মার্চের ১৮ তারিখ সেখানেই বিক্রি হয় শিল্পাচার্যের দুটি চিত্রকর্ম।
সোদেবি’সের ওয়েবইটে দেওয়া তথ্য বলছে, ‘সাঁওতাল দম্পতি’ চিত্রকর্মটির মূল্য ধরা হয়েছিল এক লাখ থেকে দেড় লাখ মার্কিন ডলার। চিত্রকলা বিশেষজ্ঞরা বলছেন, জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলোর মাঝে এই দুটি চিত্রকর্ম সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ছবির অন্যতম।
শিল্পসমালোচকেরা বলছেন, ‘জয়নুলের আঁকা ছবির কোনো শিল্পমূল্য হয় না। টাকার অঙ্কে তাঁর শিল্পকর্ম মূল্যায়ন করা উচিত নয়। জয়নুল আবেদিনের সৃষ্টি আমাদের অমূল্য সম্পদ।’

তবে শিল্পকর্মটি নিলামে ওঠায় ‘সাঁওতাল দম্পতি’ ছবিটি নতুন করে শিল্পপ্রেমীদের আগ্রহ ও গবেষণার বিষয় হয়ে উঠবে বলে মনে করেন শিল্পবোদ্ধারা।
জানা যায়, ‘সাঁওতাল দম্পতি’ ছবির আগের মালিক ছিলেন পাকিস্তানি কূটনৈতিক ও ধারাভাষ্যকার জামশেদ মার্কার।
কাঠের প্যানেলে তৈল মাধ্যমে জয়নুল আবেদিন ‘সাঁওতাল দম্পতি’ প্রথম এঁকেছিলেন ১৯৫১ সালে। পরে ছবিটির একাধিক সংস্করণও করেছিলেন তিনি। আর বসে থাকা নারীর চিত্রটি ক্যানভাসে তৈল মাধ্যমে তিনি এঁকেছিলেন ১৯৬৩ সালের দিকে। বসে থাকা নারীর এ চিত্রকর্ম বিক্রি হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৪০০ মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৬ লাখ ৬০ হাজার ৬২৩ টাকার সমান।
সূত্র: BBC
আপনার মতামত দিন