বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪ বছর মেয়াদী ইএসসিইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১ এর প্রাথমিক ভর্তি আবেদন শেষ হয়েছে।
গত ৫ এপ্রিল থেকে শুরু হয়ে এ আবেদন চলে শনিবার (৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ১৮ জুন দুই ঘন্টাব্যাপী লিখিত টাইপ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ মে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদনের যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যোগ্যপ্রার্থীরা আগামী ২৪ মে থেকে নির্দিষ্ট ৮০০ টাকা ফি জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুন। এবারে ৬০০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে ৯ হাজার শিক্ষার্থী। তার মধ্যে ৩ হাজার জনের মেধাতালিকা প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর ফল প্রকাশিত হবে ০৮ জুলাই।
পরীক্ষার নম্বর বন্টন: এবারও ২০০ মার্কসের লিখিত পরীক্ষা হবে। বিষয়: পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি।
মানবন্টন:
পদার্থবিজ্ঞান (৬*১০)= ৬০
রসায়ন (৬*১০) =৬০
গণিত (৬*১০) =৬০
ইংরেজি (৫*৪) =২০
মোট=২০০ মার্কস
এই ২০০ মার্কসের মধ্যে ৪০% এর কম নম্বর হলে তালিকায় নাম প্রকাশিত হবে না।সর্বোচ্চ ৩০০০ জনের নাম প্রকাশিত হবে যারা মেধার ভিত্তিতে ডিপার্টমেন্ট পছন্দ করার সুযোগ পাবে।
আসন সংখ্যা:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিপার্টমেন্টের বিপরীতে সিটি রয়েছে ৬০০টি। বিস্তারিত জানা যাবে (https://www.butex.edu.bd)তে।
আপনার মতামত দিন