চলমান লকডাউন বর্ধিত করা এবং উদ্ভূত করোনা পরিস্থিতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার লকডাউন ৩০ মে পর্যন্ত বর্ধিত করার প্রজ্ঞাপন জারির পরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় দুটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিটের পরীক্ষা আগামী ৪ জুন এবং প্রবেশপত্র ডাউনলোডের কথা ছিল আজ দুপুর ১২ টা থেকে। কিন্তু দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি ও চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধির কারণে আগামী ৪ জুন অনুষ্ঠিত হয় যাওয়া আইবিএর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ পরীক্ষার পরবর্তী তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
অন্যদিকে, দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষা স্থগিত করল বিইউপি। এর আগে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রীর কথার প্রতি সম্মান রেখে ২৫ ফেব্রুরারি পরীক্ষা স্থগিত করে। এরপর গত ১ মে নতুন তারিখ ঘোষণা করে তারা। নতুন তারিখ অনুযায়ী আগামী ২৮ ও ২৯ মে পরীক্ষা হওয়ার কথা ছিল এবং ১৬ মে থেকে প্রবেশপত্র দেয়ার কথা ছিল। তবে লকডাউন বাড়ার সাথে সাথে প্রবেশপত্র দেয়ার তারিখও এক সপ্তাহ পিছিয়ে ২৩ মে থেকে দেয়ার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ দুপুর ২ টার পর বিশ্ববিদ্যালয়ের জরুরী এক সভায় আবারও স্থগিত ঘোষণা করল তারা। নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, ঈদের আগে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ার পর বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়ার প্রবণতা দেখা দিয়েছে। আর এই সংক্রমণ নিয়ন্ত্রণেই দফায় দফায় লকডাউন বাড়িয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ পিছানোর প্রবণতা দেখা দিয়েছে এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়,বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। এবার সেই সারিতে যোগ দিল আইবিএ ও বিইউপি।
আপনার মতামত দিন