চিকিৎসা একটি মহান পেশা। রোগগ্রস্ত অবস্থায় মানুষ অসহায় দুর্বল থাকে। এই দুর্বল সময় চিকিৎসকই তার বড় অবলম্বন, বড় বন্ধু, অসহায়ের সহায়। এজন্যই চিকিৎসা সেবা মহান পেশা হিসেবে গণ্য। তাই পরোপকারের মহান ব্রত অন্তরে ধারণ করে অনেকেই মনের গহীনে চিকিৎসক হওয়ার স্বপ্ন বুনে। কিন্তু চিকিৎসক হিসাবে নিজেকে যোগ্যতর করে উপস্থাপন করার পথটা সহজ নয়। এজন্য চাই অসামান্য আত্মনিয়োগ, কঠোর শ্রম, দৃঢ় সংকল্প আর সময়োপযোগী অধ্যয়ন।
ইতিমধ্যে তোমরা যারা নিজেদের মেধা, ত্যাগ ও অধ্যাবসায়ের মাধ্যমে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ১ম থেকে ১০ম স্থান অর্জন করেছো তাদের সাফল্যকে অনুপ্রাণিত করতে আসপেক্ট সিরিজ পরিবার একটি সংবর্ধনার আয়োজন করেছে।
দীর্ঘ এক যুগ ধরে মেডিকেল শিক্ষার্থীদের পাশে দি নেটওর্য়াক ও আসপেক্ট পরিবার সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় মেডিকেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত সালের ১ম স্থান অধিকারীগণসহ বিভিন্ন সরকারি মেডিকেলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসপেক্ট সিরিজের সম্পাদক ও দি নেটওর্য়াক রিসার্স এন্ড পাবলিকেশনস এর সিইও মো. হোসেন আলী।
অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে আছে শ্যাডো শিক্ষা।
আপনার মতামত দিন