সমন্বিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছেন নাসিফ ফুয়াদতালুকদার। সে রংপুর ক্যাডেট কলেজের ছাত্র। তার পিতা মো. দলিলুর রহমান দুলাল রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক।
সে ভর্তি পরীক্ষায় দুটি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করে এবং দুটিতেই ১ম স্থান অধিকার করে। এছাড়া সে দিনাজপুর বোর্ডে জেএসসি-তে ১ম ও এসএসসি তে ১৫ম এবং এইচএসসিতে ৯ম হয়।
নাফিস এডুনিউজবিডি.কম প্রতিনিধিকে জানায়: কলেজ জীবনের শুরুতে ইচ্ছে ছিল বুয়েটে পড়ার। সে অনুযায়ীই প্রস্তুতি নিতে থাকি। এর মধ্যে আঘাত হানে করোনা মহামারি। এজন্য আমি বুয়েটের পাশাপাশি মেডিকেল ও কৃষির জন্যও প্রস্তুতি নিতে শুরু করি।
আমার এই প্রস্তুতিতে Network (আসপেক্ট সিরিজের) বই অনেকটা সাহায্য করে। বিশেষ করে কৃষি গুচ্ছের সহায়িকা বইটিতে যে শর্টকাট টেকনিকগুলো আছে সেগুলো আমাকে চূড়ান্ত পরীক্ষায় অনেক সাহায্য করে। এছাড়াও Network বই থেকে আমি কিছু প্রশ্ন হুবহু কমন পেয়েছি। যেটি আমার অনেক সময় বাঁচিয়েছে। সর্বোপরি এজন্য আমি Network পরিবারের প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকবো।
অনুজদের উদ্দেশ্যে নাফিস বলেন: তোমরা কৃষিগুচ্ছ পরীক্ষায় সাফল্য অর্জন করতে চাইলে সর্বাধিক গুরুত্ব প্রদান করবে মূল বইয়ের উপর এবং এরপর Network বইটিকে আয়ত্ত করতে পারো।
সবাই ভাল থেকো। প্রচেষ্টা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম থাকলে সবকিছুই সম্ভব। তোমাদের নাসিফ ভাইয়া।
গত ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হয় সমন্বিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা । ভর্তি পরীক্ষা ইংরেজিতে 10 প্রানীবিজ্ঞানে 15 উদ্ভিদবিজ্ঞানে 15 পদার্থবিজ্ঞানে রসায়নে এবং গণিতে 20 নম্বরের প্রশ্নের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হয়েছে।
তাছাড়া এসএসসি ও এইচএসসি 50 মার্ক এবং এমসিকিউ পরীক্ষায় 100 মার্ক হিসেব করে ফলাফল প্রস্তুত করা হয়। 150 মার্ক এর ওপর ভিত্তি করে মেধাতালিকা ফলাফল প্রকাশ করা হয় ।
১৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ বুধবার রাত ১২:০০ ঘটিকার সময়, কৃষি গুচ্ছের ভর্তি ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হয়।
এবারে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ৬৫ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৩৩ হাজার ৯৮৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় পাশের হার ৫২ শতাংশ।
আপনার মতামত দিন