কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী জানুয়ারি মাসের শুরুর পরিকল্পনা করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) ‘কেমন হলো কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে এ কথা জানান কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া।
তিনি বলেন, আমরা আগামী বছরের জানুয়ারি মাসে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরুর পরিকল্পনা করেছি। তবে ক্লাস শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো স্বাধীন। তারা চাইলে এর আগে অথবা পরেও ক্লাস শুরু করতে পারে।
আপনার মতামত দিন