বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ। রোববার (২০ নভেম্বর) রাতে বাউবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
জানা গেছে, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৪৭,৮০২ (সাতচল্লিশ হাজার আটশত দুই) শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ।
আপনার মতামত দিন