২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহে ব্যাচেলর সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং এবং ব্যাচেলর সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ২৭ নভেম্বর ২০২২
আবেদন ফি: ৫০০/-টাকা
আবেদনের শেষ তারিখ : ১০ ডিসেম্বর ২০২২
ভর্তি পরীক্ষা: ২৪ ডিসেম্বর ২০২২ (শনিবার সকাল ১০ টায়)
যেসব কলেজে আবেদন করা যাবে–
১। কলেজ অব নাসিং, মহাখালী, ঢাকা
২। ফৌজদারি নার্সিং কলেজ, চট্টগ্রাম
৩। বগুড়া নার্সিং কলেজ, বগুড়া
৪। খুলনা নার্সিং কলেজ, খুলনা
৫। সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ, গাজীপুর
৬। রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী
৭। ময়মনসিংহ নার্সিং কলেজ, ময়মনসিংহ
৮। রংপুর নার্সিং কলেজ, রংপুর
৯। সিলেট নার্সিং কলেজ, সিলেট
১০। বরিশাল নার্সিং কলেজ, বরিশাল
বিস্তারিত: ভতির্ বিজ্ঞাপ্তি: https://dgnm.portal.gov.bd/sites/default/files/files/dgnm.portal.gov.bd/go_ultimate/1cafcbd5_8177_46dc_a41b_d7139a9d6eb5/2022-11-24-09-29-83809aadb4d3ab5c1b2aada7747e295b.pdf
আপনার মতামত দিন