হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এর ওয়েবসাইটে ২০২২ শিক্ষাবর্ষে অষ্টম মেধাতালিকা ও সপ্তম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার সপ্তম (আন্ত-বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনসহ) পর্যায়ের কার্যক্রম আগামী ৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে সম্পন্ন করতে হবে।
হাবিপ্রবির প্রথমর্বষ স্নাতক ভর্তির জন্য প্রাথমিকভাবে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ৭ম অটোমাইগ্রেশন (প্রযোজ্য ক্ষেত্রে) এর পরে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্ধারিত বিষয়ের তালিকা ওয়েবসাইটে দেখা যাবে।
৭ম মাইগ্রেশন তালিকা দেখতে: shorturl.at/gnsS6
৮ম মেধাতালিকা দেখতে: shorturl.at/czLMT
আপনার মতামত দিন