ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়।
রোববার পর্যন্ত ২ লাখ ৬০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আরও একদিন সময় থাকায় আরও অনেকে আবেদন করবেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে ২ লাখ ৯০ হাজার ৪৮০ জন আবেদন করেছিলেন।
আবেদনকারীরা আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার এক ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে এবার ভর্তি পরীক্ষা হবে।
আপনার মতামত দিন