২০২২-২৩ শিক্ষাবষের্ ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তবে এখনও ভর্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। অবশ্য এ ব্যাপারে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৬ এপ্রিল সভা ডাকা হয়েছে।
কৃষি গুচ্ছভুক্ত আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা চলতি মাসেই সভায় বসবেন। আগামী ২৬ এপ্রিল এ সভা হবে। এবার নতুন কোনও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে। গত বছর দায়িত্বে ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। এ মাসের শেষের দিকে সভায় সব চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি। তবে আগামী ২৬ এপ্রিল সভা আছে। সেখানে নতুন চেয়ারম্যান ঠিক করা হবে। জ্যেষ্ঠ কোনও উপাচার্য এতে নেতৃত্ব দেবেন। কবে ভর্তি পরীক্ষা হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
২০১৯-২০ শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।
এরপর ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্ত হয়েছে আরও একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় আটটিতে। নতুন যুক্ত হয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
আপনার মতামত দিন