কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী মোবাশ্বের হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান।
নিহত মো. মোবাশ্বের হোসেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারী ও অবস্টেট্রিক্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লালমনিরহাটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কিডনি বিকল জনিত সমস্যায় ভুগছিলেন মোবাশ্বের। সেইসঙ্গে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ রোগে আক্রান্ত ছিলেন।
এ সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রথমে বাংলাদেশে এবং পরবর্তীতে ভারতে চিকিৎসাধীন ছিলেন মোবাশ্বের। পরে ভারতে চিকিৎসারত অবস্থায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সেখানেই তার মৃত্যু হয়।
মোবাশ্বের এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভাগ শিক্ষক-শিক্ষার্থীরা। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী।
সূত্র: ডেইলি ক্যাম্পাস
আপনার মতামত দিন