ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)’র ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) এ ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত এ ফলাফল বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.iutoic-dhaka.edu) পাওয়া যাচ্ছে।
প্রকাশিত ফলে দেখা গেছে, দুই ইউনিটের মেধা তালিকায় মোট ৪ হাজার ৭৪২ জনের স্থান হয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামে ৪ হাজার ৭০৩ জন এবং টুরিজম এন্ড হসপিটালিটি টেকনোলজিতে ৩৯ জন এই তালিকায় স্থান হয়েছে। আগামী ২৫ থেকে ২৯ মার্চের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের ‘বিভাগ চয়েজ’ নিশ্চিত করতে বলা হয়েছে।
এর আগে গত শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আইইউটি ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এরপর শনিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত টুরিজম এন্ড হসপিটালিটি টেকনোলজি ভর্তি পরীক্ষা শুধুমাত্র আইইউটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।






আপনার মতামত দিন