করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিন প্রকৌশল (চুয়েট-কুয়েট-রুয়েট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ২ মাস পিছিয়ে। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে বলে আজ মঙ্গলবার (২৫ মে) বিকেলে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
তবে আনুষ্ঠানিক ঘোষণা কিংবা নোটিশ আগামীকাল বুধবার (২৬ মে) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিন প্রকৌশল সমন্বিত ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।
এছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যপ্রার্থীদের তালিকা পূর্ব নির্ধারিত তারিখেই অর্থাৎ আগামী ২ জুন প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েটের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি সত্য। আজ বিকেলে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে আমাদের মিটিং হয়। যেখানে সিদ্ধান্ত হয় যে আগামী ১২ আগস্ট অর্থাৎ পূর্বের তারিখের ২ মাস পিছিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে যোগ্যপ্রার্থীদের তালিকা পূর্বনির্ধারিত তারিখে অর্থাৎ ২ জুন প্রকাশ করা হবে। সভা শেষ হতে দেরি হওয়ায় আগামীকাল বুধবার লিখিত নোটিশ আকারে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
আপনার মতামত দিন