সব কলেজকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের দেয়া সিম ব্যবহার করে নগদ বা বিকাশে প্রতিষ্ঠানের মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। একইসাথে বোর্ডের অধিনস্ত উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে সোনালী ব্যাংকে ইংরেজি নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে। প্রতিষ্ঠানের মার্চেন্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ইংরেজি নাম ব্যবহার করে খোলা সোনালী ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আগামী ১০ আগস্টের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত প্যানেলে এন্ট্রি করতে বলা হয়েছে সব কলেজকে।
বোর্ড থেকে বিষয়টি জানিয়ে উচ্চমাধমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে।
বোর্ডের সচিক তপন কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বোর্ডের প্রায় সব ধরণের আর্থিক লেনদেন সোনালী ব্যাংকের মাধ্যমে করা হয়। বোর্ডের বিভিন্ন ধরণের ফিস সংগ্রহ বা প্রয়োজনে প্রতিষ্ঠানকে কোন অর্থ প্রদান বা যেকোনো ধরণের আর্থিক লেনদেন সহজে ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকা একান্ত জরুরি হয়ে পড়েছে।
বোর্ড আরও বলছে, যেসব প্রতিষ্ঠানের আগেই হুবুহু প্রতিষ্ঠানের ইংরেজি নামে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেসব প্রতিষ্ঠানের নতুন করে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। তবে, অ্যাকাউন্টের নাম অবশ্যই কলেজের ইংরেজি নামে হতে হবে। বোর্ডের ওয়েবসাইটে কলেজের নাম যেভাবে ইংরেজিতে আছে হবহু সেভাবেই অ্যাকাউন্টের নাম নির্ধারণ করতে হবে অন্যথায় অ্যাকাউন্ট নম্বর গ্রহণযোগ্য হবে না। তবে অ্যাকাউন্ট করা থাকলে হুবহু কলেজের নামে করার জন্য ব্যাংকের মাধ্যমে সংশোধন করা যাবে।
চিঠিতে আরও বলা হয়েছে, বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন করার জন্য বোর্ড থেকে দেয়া ইআইআইএন ভিত্তিক সিমে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলাও জরুরি। এক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানির অপারেটরের মাধ্যমে বোর্ডের দেয়া সিম এ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। বোর্ডের দেয়া সিম না থাকলে বা সচল না থাকলে নিকটস্থ গ্রামীণফোনের কাস্টমার কেয়ার অফিসে যোগাযোগ করতে হবে প্রতিষ্ঠান প্রধানদের।
যেসব প্রতিষ্ঠানের ইংরেজি নামে সোনালী ব্যাংকে অ্যাকাউট নেই তাদেরকে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং যেসব প্রতিষ্ঠানের আগে থেকেই হুবুহু ইংরেজি নামে অ্যাকাউন্ট আছে তাদের আগামী ১০ আগস্টের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত প্যানেলের মাধ্যমে অ্যাকাউন্ট নম্বরসহ অন্যান্য তথ্য এন্ট্রি বিশেষভাবে বলেছে ঢাকা বোর্ড। বোর্ড আরও বলছে, পাশাপাশি বোর্ডের দেয়া সিমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন করার জন্য আগামী ১০ আগস্টের মধ্যে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য অনুরোধ করা হল।
বোর্ড জানিয়েছে, সোনালী ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দেয়া প্রতিষ্ঠানগুলো অ্যাকাউন্ট খোলার ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে।
আপনার মতামত দিন