Together for a better tomorrow ” এ স্লোগানকে সামনে রেখে গত ১২ আগষ্ট রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ৪০ তম বিসিএস লাইভস্টক ক্যাডারেদের প্রথম গেট টুগেদার। গাজীপুরের বিখ্যাত গ্রীকটেক রিসোর্টে এ গেট টুগেদারের আয়োজন করা হয়। ৪০ তম বিসিএসে মোট ১৫৫ জন প্রাণিসম্পদ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে।অনুষ্ঠান প্রসঙ্গে ডা:পল্লব বৈশ্য বলেন “আগামী দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রাণিসম্পদ খাতে একত্রে কাজ করার জন্যই আমাদের এ সমাগম “।সুপারিশপ্রাপ্ত প্রাণিসম্পদ ক্যাডার ডা:মো:দেলোয়ার হোসেন ছামী বলেন, “আমরা যখন পোষ্ট বৃদ্ধির আন্দোলন শুরু করি তখনই পরিকল্পনা করি ক্যাডার হলে এমন একটি অনুষ্ঠান করবো,আজকের অনুষ্ঠান সেই পরিকল্পনারই ফল”। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও অন্যান্য আনন্দঘন কর্মসূচীর মধ্য দিয়ে মিলনমেলা চলে। রেফেল ড্র এ তৃতীয় পুরষ্কার জয়ী কৃষিবিদ জয় বলেন “এভাবে রেফেল ড্র তে তৃতীয় হয়ে যাব কখনো ভাবিনি।এটা আমার জন্য অনেক আনন্দের ছিল”।দিনের অন্যতম আকর্ষণ ছিল সুইমিং পুলে হ্যান্ডবল খেলা। সোহাগ ও সুব্রতের ভাষ্যমতে তারা এটাকেই সবচেয়ে বেশি উপভোগ করেছে। এদিকে ইচ্ছা থাকা সত্ত্বেও অন্তু, নূপুরদের মত যারা অনুষ্ঠানে আসতে পারেনি তাদেরকে অনেক বেশি মিস করছে আরমান,নিহন,অমিত, জাকির, শ্যামল,মুসা ও শাহীনরা। উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সাবেক পরিচালক সরদার মোহাম্মদ স্বপন ও টেকনো বাংলাদেশের কর্নধার মো:জালাল উদ্দিন। তারা আগামী দিনের প্রাণিসম্পদ ক্যাডারদের প্রান্তিক পর্যায়ে খামারীদের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান। মিলনমেলাটি টেকনো,এলকো, রেনেটা, এসিআই, এফএনএফ, সিনিলফার্মা,স্কয়ার,ফার্মএন্ড ফার্মার সৌজন্যে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত দিন