বিজ্ঞান শিক্ষায় মেধাবীদের উৎসাহিত করতে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘কেমিস্ট্রি স্টার’ পুরস্কার বিতরণী উৎসব। বৈশ্বিক প্রতিযোগিতায় চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা মনোবল সৃষ্টি করতে প্রতিষ্ঠিত হয় ‘জাহিদ’স কেম. ক্লিনিক’। এর ধারাবাহিকতায় গত ২৯ জুলাই ২০২২ তারিখে শাহওয়ালী উল্লাহ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছিল রসায়নের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা। আজ (১৯ আগস্ট) ছিল তার পুরস্কার বিতরণী উৎসব। অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন মো. জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ‘জাহিদ’স কেম ক্লিনিক’।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত; আসপেক্ট বায়োলজি বইয়ের লেখক মেহফুজ আহমেদ বলেন-‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম ভূয়সী- ভূমিকা পালন করবে। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও জাহিদ স্যারকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে এধরনের প্রোগ্রাম আরও হোক।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসপেক্ট সিরিজের প্রধান সম্পাদক, কেমিস্ট্রি প্লাস বইয়ের লেখক ও প্রাণিসম্পদ বিজ্ঞানী মো. হোসেন আলী তার মূল্যবান বক্তব্যে- উচ্চশিক্ষায় উচ্চতর ক্যারিয়ার গঠনে উচ্চমাধ্যমিক থেকে কি করণীয় সে সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের মধ্যমনি ও সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞান শিক্ষার যে আন্দোলন শুরু হয়েছে তা দেখে আমি অনুপ্রাণিত। ভবিষ্যতে এই প্রতিযোগিতা চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক পর্যায়ে রূপ নিবে এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত দিন