বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অনার্সের পরীক্ষার রুটিন প্রকাশিত হবে আগামী ১৮ অক্টোবর। এরপর ২৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টির অনার্স পর্যায়ের পরীক্ষা শুরু হবে।
জানা গেছে সকল শিক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখে রুটিন প্রস্তুত হয়েছে। রুটিন অনুযায়ী প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষা একটানা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের দাবি ছিল— প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষার রুটিন আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা কার্যক্রম সেমিস্টারের নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে।
আপনার মতামত দিন