ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাতৃ-প্রতিষ্ঠান মেটা ঘোষণা দিয়েছে, তারা মোট কর্মীর ১৩ শতাংশ ছাঁটাই করবে। খবর বিবিসির।
ইতিহাসে প্রথমবারের মতো এত ব্যাপক আকারে কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। এতে চাকরি হারাবেন মোট ১১ হাজার কর্মী। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটিতে কর্মরত মোট কর্মীর সংখ্যা ৮৭ হাজার।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এই ছাঁটাই ‘মেটার ইতিহাসে নেওয়া সবচেয়ে কঠিন পরিবর্তন’।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ইতিহাসে চলতি বছরে এটি সবচেয়ে বড় কর্মী ছাঁটাইগুলোর মধ্যে অন্যতম। তবে মেটা কাদের ছাঁটাই করছে সে বিষয়ে এখনও তাঁদের মেইল দিয়ে জানানো হয়নি। তবে শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ।
মেটা বলেছে, ছাঁটাইকৃত কর্মীরা ১৬ সপ্তাহের মৌলিক বেতন এবং প্রতি বছর কাজের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন পাবেন। ছয় মাসের স্বাস্থ্যসেবার ব্যয়ও পাবেন কর্মীরা।
আপনার মতামত দিন