গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকার ভিত্তিতে ভতির্র তারিখ ঘোষণা করেছে। নোবিপ্রবি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লাগইন করে মেধা তালিকা ও বরাদ্দকৃত বিষয় দেখতে পারবেন।
এদিকে বেরোবির ওয়েবসাইটে দ্বিতীয় তালিকা প্রকাশ করে ভর্তি কমিটি। ভরিচ্ছুরা ওয়েবসাইটে লগইন করে তালিকা দেখতে পাবেন।
শিক্ষার্থীদের আগামী ১৯ নভেম্বর হতে ২২ নভেম্বর তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগইন করে ভর্তির নির্দেশনাবলী অনুসরণ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমানের মূলনম্বরপত্র বিশ্ববিদ্যালয়ের জমাদানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা প্রদান না করলে তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। ইউনিট-এ-এর ভর্তি কার্যক্রম চলবে বিজ্ঞান অনুষদ কার্যালয় প্রশাসনিক ভবনের ৪র্থ তলার ৪৩১ নম্বর কক্ষে। ইউনিট-বি-এর কাগজপত্র জমা দিতে হবে সামাজিক বিজ্ঞান অনুষদ কার্যালয় প্রশাসনিক ভবনের (৩য় তলা) ৩২১ নম্বর কক্ষে।
আর ইউনিট-সি-এর কার্যক্রম চলবে বাণিজ্য অনুষদ কার্যালয় প্রশাসনিক ভবনের (৪র্থ তলা) ৪০৪ নম্বর কক্ষে। সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত কাগজপত্র জমা নেওয়া হবে। তিন ইউনিটের সর্বশেষ মেরিট পজিশন যথাক্রমে ১০০৯, ৪৫৯ ও ৪০৪। প্রকাশিত ফলাফলের সব প্রকার সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এদিকে নোবিপ্রবিতে দ্বিতীয় মেধাতালিকায় আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বর) ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি চলবে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) পর্যন্ত। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে আসন ফাঁকা রয়েছে ৮৯৭টি।
জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে মোট আসন রয়েছে এক হাজার ৪২১টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন মাত্র ৫২৪ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৮৯৭টি আসন ফাঁকা রয়েছে। এর ফলে শতকরা ৬৩ শতাংশ আসনই ফাঁকা রয়েছে।
আপনার মতামত দিন