মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী মার্চের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্যতার আলোকে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দ্রুততম সময়ে এটি চূড়ান্ত হয়ে যাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ আজ সোমবার (১২ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সব ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে এমবিবিএস পরীক্ষা আয়োজন করা হবে। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। মূল কথা আমরা গত দুইবারের তুলনায় পরীক্ষা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষা আয়োজনে আমরাই এগিয়ে। এমনকি বৈশ্বিক মহামারী করোনায় সব কিছু থেমে যায়, তখন খানিকটা বিলম্বে হলেও চিকিৎসক তৈরির ধারা অব্যাহত রাখতে আমরা পরীক্ষা আয়োজন করেছি।’
অধ্যাপক আমিরুল মোরশেদ বলেন, ‘ জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে এইচএসসির ফলাফল হতে পারে। পরীক্ষা আয়োজনের বিষয়টি অনেকাংশে ফলাফলের ওপর নির্ভরশীল।’ করোনাসহ নানা কারণে গত দুই বছর পরীক্ষা কিছুটা পিছিয়ে ১ এপ্রিল আয়োজন করা হয়। এবার আমাদের চেষ্টা থাকবে পরীক্ষা এগিয়ে নিয়ে আসতে। কারণ ভর্তি পরীক্ষার কার্যক্রম ইতিমধ্যে পিছিয়ে গেছে। এগুলো এগিয়ে আনার বিকল্প নেই। এ বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’
গত বছর ১ এপ্রিল সকালে সারাদেশে একযোগে ২০২১-২২ সেশেনের মেডিকেল ভতির্ পরীক্ষা হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী ও আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ৩৩ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী।
আপনার মতামত দিন