গত ০৪ মার্চ, ২০২৩ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট -এ দি নেটওয়ার্ক রিসার্স এন্ড পাবলিকেশনস (আসপেক্ট সিরিজ) এর ‘EMPLOYEE DAY-2023’ এর আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি নেটওয়ার্ক রিসার্স এন্ড পাবলিকেশনস এর MANAGING DIRECTOR এ্যাডভোকেট আলফিনা কালাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সম্পাদক ও প্রাণিসম্পদ বিজ্ঞানী মো. হোসেন আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপেক্ট বায়োলজি বইয়ের লেখক মো. মেহফুজ আহমেদ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দি নেটওয়ার্ক রিসার্স এন্ড পাবলিকেশনস এর EXECUTIVE DIRECTOR মো. ইমরান হাসান।
অনুষ্ঠানে প্রতিটি কর্মী তাদের কাজ নিয়ে, কাজের সুবিধা-অসুবিধা, সমস্যা সমাধান নিয়ে নিজ নিজ মন্তব্য ব্যক্ত করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে সাংস্কৃতিক আয়োজন হয় যেখানে প্রধান অতিথি এ্যাডভোকেট আলফিনা কালামসহ সকলেই সঙ্গীত, কৌতুকসহ যে যতটুকু পারে সেভাবে পরিবেশন করে অনুষ্ঠানকে আরও উদ্দীপ্তপূর্ণ করে তোলেন।
সব শেষে কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দি নেটওয়ার্ক রিসার্স এন্ড পাবলিকেশনস (আসপেক্ট সিরিজ) এর লেখক, সম্পাদক ও প্রাণিসম্পদ বিজ্ঞানী মো. হোসেন আলী স্যারের কন্ঠে ইসলামী সংগীত এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আপনার মতামত দিন