জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, জুলাইয়ের মধ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম শেষ হবে। আগস্টের মধ্যেই ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে। শনিবার (০৩ জুন) গুচ্ছের এ ইউনিটের পরীক্ষা শেষে সাংবাদিকদের আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা সমাপ্ত করতে পেরেছি। এরই মধ্যে দুইটি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তিন দিনের মধ্যে আমরা এ ইউনিটের ফলাফল প্রকাশ করব। জুলাইয়ের মধ্যেই আমরা ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম শেষ করে আগস্টেই আমরা ক্লাস শুরু করব। আগস্টের মধ্যে ক্লাস শুরু করে করোনাকালীন যে সেশনজট সৃষ্টি হয়েছে তা আমরা অন্তত ছয় মাস কমিয়ে আনতে চাই।
আজ দুপুর ১২টা থেকে শুরু হয়ে বেল ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় গুচ্ছের বিজ্ঞান বিভাগের পরীক্ষা। প্রায় ১০ হাজার আসনের জন্য এ পরীক্ষা ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
‘এ’ ইউনিটে মোট আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। ‘এ’ ইউনিটে আসন প্রতি লড়বে ১৭ জন ভর্তিচ্ছু।
আপনার মতামত দিন