আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে চলতি বছরের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এইচএসসি পরীক্ষার্থীদের প্রথমদিন দুপুর ২টায় হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ৩টি শিক্ষাবোর্ডের প্রথম ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে এসব বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে।
এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর। তবে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবেন প্রথমদিনের পরীক্ষায়।
এ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবে। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।
আগামীকাল থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে গত ১৪ আগস্ট থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। গত ৮ আগস্ট রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এদিকে, বন্যার কারণে মাদ্রাসা, কারিগরি এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। চারটি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সেই সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবেন প্রথমদিনের পরীক্ষায়। আর বাকি একটি বোর্ডের (চট্টগ্রাম) পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ১ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী।
এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট কেন্দ্র ৪৪৯টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৫৭৩ জন এবং ছাত্রী ৪৩ হাজার ১৪৪ জন। মোট কেন্দ্র ৬৭৪টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান এক হাজার ৮৩৪টি।
HSC 2023 বোর্ড পরীক্ষার পূর্বে করণীয়ঃ
►পরীক্ষার আগের রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তাহলে মাইন্ড ফ্রেশ থাকবে।
►রুটিন অনুসারে কবে, কখন, কোন বিষয়ের পরীক্ষা তা ভালোভাবে দেখে নিতে ভুলো না!
► পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হবে যেন রাস্তায় কোনোভাবে দেরি হলেও তা তোমার দুশ্চিন্তার কারণ না হয়।
► বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, কলমসহ প্রয়োজনীয় সকল জিনিস নিয়েছ কিনা, তা চেক করে নেবে।
►খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে সেটাতে কোনো ছেঁড়া, কাটা অথবা দাগ আছে কিনা, চেক করে নেবে। এরপর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখে সঠিকভাবে বৃত্ত ভরাট করবে এবং তা পুনরায় চেক করবে। নৈর্ব্যত্তিক উত্তরপত্রের ক্ষেত্রে সেট কোড খুব সতর্কতার সাথে পূরণ করবে। যেন কোনোভাবেই ভুল না হয়।
► প্রশ্ন হাতে পাওয়ার পর, পুরো প্রশ্ন এক ঝলক পড়ে নেবে। যে প্রশ্নের উত্তর তোমার ভালো জানা, সেই প্রশ্নের উত্তর দিয়ে লেখা শুরু করবে।
►এক্সট্রা পেপার নেওয়ার ক্ষেত্রে পরীক্ষক-এর স্বাক্ষর আছে কিনা, যাচাই করে নেবে।
►পরীক্ষার হলে কোনো সমস্যা বা প্রশ্ন বুঝতে অসুবিধা হলে, দ্বিধা না রেখে পরীক্ষককে জিজ্ঞেস করে নেবে।
► লেখা শেষে সম্পূর্ণ উত্তরপত্র রিভিশন দিতে ভুলো না।
আপনার মতামত দিন