ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফলে জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছেন রাকিব মাহমুদ। তিনি রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। ডেন্টালের আগে অনুষ্ঠিত মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফলে জাতীয় মেধাতালিকায় ৮৪ তম স্থান অর্জন করেন।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও সাফল্য সম্পর্কে জানিয়ে রাকিব বলেন, মানসিক তৃপ্তির জন্যই ডেন্টালে পরীক্ষা দিয়েছিলাম। রেজাল্ট শোনার সাথে সাথে আমার মা কান্না করে দিয়েছিলেন। রেজাল্ট পাওয়ার দেখতে পেলাম তার চেহারায় আমাকে নিয়ে গর্ব। অনেক খুশি হয়েছেন তিনি।
তিনি বলেন, পরীক্ষার দিন আমার ভেতর কোন ভয় কাজ করেনি। যে কারণে আমি নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছি। ৩০ মিনিটের মধ্যে আমার ৮৪টি প্রশ্নের উত্তর করা হয়ে গিয়েছিলো। তখনই আমি বুঝেছিলাম আত্মবিশ্বাসই মূল।
রবিবার (১০ মার্চ) চলতি শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪ সালের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে প্রাথমিকভাবে ৫৪৫ জন নির্বাচিত করা হয়েছে। এসব ভর্তিচ্ছুরা ০১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তি হতে পারবেন।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২০ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন।
আপনার মতামত দিন