ইফতার সামগ্রীতে পচা খাবার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
রবিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট সংলগ্ন ত্রিশালের সারেং হোটেল থেকে কেনা ইফতার সামগ্রীতে পচা ও সিদ্ধ বেগুনী পাওয়ায় অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী।
এরপর হোটেল কর্মচারীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। এরপর রাতে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।
রাত ১১ টার দিকে এলাকাবাসী একত্রিত হলে পাল্টা আক্রমণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় হোটেলের থাইগ্লাস ও আসবাবপত্র ভাংচুর করে শিক্ষার্থীরা। এ ঘটনায় দফায় দফায় চলছে আক্রমণ-পাল্টা আক্রমণ। রাস্তায় লাঠি হাতে শোডাউন ও ইট ছোড়াছুড়ি চলছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আছেন ত্রিশাল থানা পুলিশ, প্রক্টরিয়াল বডির সদস্য ও অন্যান্য শিক্ষকরা।
প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন স্বাভাবিক আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও স্থানীয় পুলিশ সবাই উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
এদিকে সংঘর্ষের এক পর্যায়ে ক্যাম্পাসে ছাত্রীদের বঙ্গমাতা হলের রাস্তার পাশের রুমগুলোতে পাথর ছুড়ে এলাকাবাসীরা। এতে কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। এছাড়াও ২ নং গেট ও বটতলা সংলগ্ন মেসগুলোতেও হামলা চালায় এলাকাবাসীরা। এরপরই আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা হামলা চালায় ও কয়েক দফা সারেং হোটেল ভাঙচুর করে
আপনার মতামত দিন