সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল চ্যালেঞ্জের জন্য আবেদন বাড়ছে। এরই মধ্যে আবেদন করেছেন প্রায় চার শতাধিকের বেশি শিক্ষার্থী। আবেদন করা যাবে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত।
কৃষিগুচ্ছে ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ করেছেন বেশকিছু ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তিচ্ছুদের এমন অভিযোগ আমলে নিয়ে ফল চ্যালেঞ্জের সুযোগ দিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে।
লিখিত অভিযোগ জানানোর জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে তার পরীক্ষার প্রবেশপত্র থাকা আবশ্যক। ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে একজন শিক্ষার্থীকে ১০০০ টাকা জমা দিতে হবে।
২০ সেপ্টেম্বরের পূর্বেই ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব বরাবর এক হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসতে হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে আলাদা করে একটি ডেস্ক তৈরি করা হয়েছে। এই ডেস্ক থেকে শিক্ষার্থীদের এ বিষয়ে সহযোগিতা করা হবে।
এদিকে কৃষি গুচ্ছের ফল প্রকাশের পর থেকেই একাধিক ভর্তিচ্ছু অভিযোগ করেন, পরীক্ষায় তারা যে পরিমাণ প্রশ্নের সঠিক উত্তর করেছেন সে পরিমাণ নম্বর তারা পাননি। যে পরিমাণ নম্বর তারা প্রত্যাশা করেছিলেন সেটা না পাওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেছেন। তারা কৃষি গুচ্ছের প্রকাশিত এ ফল পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছেন।
প্রকাশিত ফলে অভিযোগ তুলে একজন ভর্তিচ্ছু বলেন, কৃষি গুচ্ছের পরীক্ষায় আমি ৭১টা প্রশ্নের উত্তর করেছি। যে প্রশ্নগুলো শতভাগ ঠিক ছিল। এরপরেও নেগেটিভ ধরলে ৬৬+ থাকার কথা। কিন্তু আমি এখন ওয়েটিং লিস্টেও নেই। অথচ ৭১.২৫ এসপেক্টড হয়েও ১২৬৪তম পজিশন আবার ৭৩.২৫ এসপেক্টড হয়েও ১০৬৫ পজিশন। তাই ফলাফল পুনঃমূল্যায়ন করা হোক।
আরেক ভর্তিচ্ছু বলেন, এ ফলাফল মেনে নেয়া যায় না। পরীক্ষা দিয়ে মিলিয়ে দেখেছি ৭৪ আসে। কিন্তু রেজাল্টে সিরিয়াল দেখায় ৯০২৩! এটা কিভাবে সম্ভব। এতোগুলো স্টুডেন্টের জীবন নিয়ে খেলতেছেন উনারা। প্রকাশিত এ ফলাফলে অসঙ্গতি রয়েছে।
গত শনিবার দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে তৃতীয়বারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৩৫১৯টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৮৯,১৫৯জন ছাত্র-ছাত্রী এতে অংশ নেয়।
আপনার মতামত দিন