ছবিটা একেবারেই সাদামাটা। ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক নেই, ফ্রেম ঠিক নেই, আলো-আঁধারের খেলা নেই। তবু মুঠোফোনে তোলা এই ছবি শত মানুষের মনে দাগ কেটেছে। ফেসবুকে আপলোড করার পর কীভাবে যেন এই ছবি ছড়িয়ে গেছে। ক্লাসরুমে একটা কুকুর বসে আছে, দৃশ্যটা অনেকের কাছেই বিস্ময়কর ঠেকেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের কাছে এটা খুব স্বাভাবিক চিত্র। বিশ্ববিদ্যালয়ে এমন প্রায় ৩০টি কুকুর আছে। ওদের চলাফেরা, খাওয়াদাওয়া, খেলাধুলা, সবই এই ক্যাম্পাসে। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেও ওদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওরা দিব্যি ক্লাসে ঢুকে পড়ে। চুপচাপ বসে থাকে। কারও কোনো বিরক্ত করে না।
শান্তশিষ্ট এ কুকুরগুলো খুব বন্ধুত্বপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের রাশেদুল আলম স্যার দীর্ঘদিন ধরে ‘অ্যানিমেল ওয়েলফেয়ার প্রজেক্ট’ নিয়ে কাজ করছেন। এটি তাদের ভেটেরিনারি শিক্ষারই অংশ।
ক্যাম্পাসে কুকুরগুলোর কয়েকটা দল আছে। এক দল থাকে ভেটেরিনারি অনুষদে। অন্যান্য অনুষদেও আলাদা আলাদা দল চোখে পড়ে। ওদের নিজেদের মধ্যেও একরকম মিথস্ক্রিয়া রয়েছে। অনেক সময় এরা স্টুডেন্টদের সাথে লিফটেও উঠে পড়ে। এটা এখানে খুব স্বাভাবিক ব্যাপার। যেখানে ভালোবাসা, স্নেহ টের পায়, কুকুর সেখানেই থাকতে পছন্দ করে। এটাই ওদের স্বভাব।
আপনার মতামত দিন