আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তার পরেই প্রায় এক মাস ব্যপী ফুটবল যুদ্ধে নামবে ৩২টি দেশ। লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার না কি অন্য কেউ, কে জিতবে এই বিশ্বকাপ। তবে সব ভুলে হাজার হাজার মানুষ হাজির হয়েছেন কাতারে। হতে চলেছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা সন্ধে ৮.০০টায়। আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর ম্যাচের মাধ্যমে শুরু হবে বিশ্বকাপ। ম্যাচ শুরু ১০.০০টায়। বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশটিতে পা রেখেছে। এর সঙ্গে পর্যটকরাও স্বাগতিকদের মাটিতে ভিড় জমিয়েছেন। উদ্বোধনী দিনের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে আয়োজক দেশ কাতার।
কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে দেশটির আল বায়াত স্টেডিয়ামে। এদিন লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিকরা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
এবার খুব বেশি রাত জাগতে হবে না বাংলাদেশিদের। কারণ খেলাগুলো বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা ও ১০টায় হবে। কিছু ম্যাচ রাত ১টায় থাকবে। এবার প্রথা ভেঙে বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। এই প্রথম এত ছোট দেশে এত বড় আয়োজন হচ্ছে।
বলা হচ্ছে, এখনকার বিশ্বসেরা তারকা মেসি, রোনালদো আর নেইমারের শেষ বিশ্বকাপ এটিই। এ নিয়ে তাই ভক্তদের বাড়তি আবেগও ছুঁয়ে যাচ্ছে। এবার শেষ সুযোগ মেসির জন্য। ফেবারিটদের তালিকায়ও রয়েছেন। সঙ্গে ব্রাজিল, জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগালের মতো দলগুলো সমান দাবিদার বিশ্বকাপের। তবে বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কাটাই খেল ফ্রান্স। করিম বেনজেমা চোট নিয়ে ছিটকে গেছেন দল থেকে।
আপনার মতামত দিন