মরুর দেশ কাতারে শুরু হতে যাচ্ছে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপ। পাঁচ আরব দেশসহ মোট ৩২ দলের অংশ গ্রহণে শুরু হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের পুরো সময় জুড়ে কাতারে ইসলামিক লেকচার দেবেন ইসলামিক স্কলার ড. জাকির নায়েক।
রোববার (২০ নভেম্বর) কাতারের রাষ্ট্রীয় স্পোর্টস টিভির উপস্থাপক ফয়সাল আল-হাজরির বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়া।
খবরে বলা হয়েছে, ড. জাকির নায়েক ইতোমধ্যে কাতারে পৌঁছে গেছেন। বিশ্বকাপ দেখতে আসা লাখো মানুষের মাঝে তার ভক্ত-অনুরাগীদের বড় একটি অংশ উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এ সময় তারা চাইলে ড. জাকির নায়েকের লেকচারও শুনতে পাবেন।
সূত্র: www.insaf24.com
আপনার মতামত দিন