ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শূন্য আসন পূরণের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি অনুযায়ী আজ বৃহস্পতিবার ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে। দশম মেধা তালিকার চূড়ান্ত ভর্তি পরও ৪৮১টি আসন খালি রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয় ‘A’ ইউনিটে ১৫৫৭ থেকে ৯১৭৫, ‘B’ ইউনিটে ২৬৩ থেকে ৩৫০০ এবং ‘C’ইউনিটে ৫৮৬ থেকে ২০০০ সিরিয়াল পর্যন্ত যারা বিভাগপ্রাপ্ত হয়নি তাদের স্ব স্ব ইউনিট সমন্বয়কারীর অফিসে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে হবে।
বিষয় বরাদ্দ দিয়ে ১০ ফেব্রুয়ারি ১১তম মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকায় বিষয় বরাদ্দ পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ে সশরীরে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করতে হবে।
আপনার মতামত দিন