আসপেক্ট সিরিজের সম্মানিত লেখকবৃন্দদের নিয়ে আয়োজিত “Author’s Day 2023” ও ইফতার মাহফিল সফল ভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল আগামীকাল ১৫ এপ্রিল, ২০২৩ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট আসপেক্ট সিরিজের শতাধিক বইয়ের লেখকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আসপেক্ট “Author’s Day 2023” ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসপেক্ট সিরিজ এর প্রায় শতাধিক লেখক/সম্পাদকবৃন্দ। যারা প্রত্যেকেই ভতির্ পরীক্ষায় নিজ লেখা/সম্পাদিত বইয়ের বৈশিষ্ট্য এবং সবের্াপরি আসপেক্ট সিরিজ এর বইগুলি যে কতটা ভতির্চ্ছুদের জন্য সহায়ক এবং বাজারের অন্যান্য বই থেকে নির্ভুল, নির্ভরযোগ্য সে ব্যাপারের নিজেরেদ মন্তব্য তুলে ধরেন।
বিকাল ৩.০০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে আসপেক্ট সিরিজ এর পক্ষ থেকে লেখকদের দেওয়া হয় টি-শার্ট, ক্রেস্ট সম্মাননাসহ রমজানের স্পেশাল গিফট বক্স। প্রচন্ড গরমের মধ্যেও এ অনুষ্ঠানে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও লেখকদের এসে উপস্থিত হতে দেখা যায়।
আসপেক্ট সিরিজ আয়োজিত এ ভিন্নধর্মী বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেটওয়ার্ক জব সিরিজ এর সম্পাদক ঢাকা উত্তর সিটি এডিশনাল ডিএসপি জনাব বদরুল হাসানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে দি নেটওয়ার্ক রিসার্স এন্ড পাবলিকেশনস (আসপেক্ট সিরিজ) এর প্রধান সম্পাদক, প্রাণিসম্পদ বিজ্ঞানী মো. হোসেন আলী বলেন, অনেক গরম অপেক্ষা করেও ১৩০+ লেখক উপস্থিতি আমাদের ভবিষ্যত সিকিউর করে। অনেকেই যারা আসতে পারেননি তাদের জন্যও আমাদের সমান ভালবাসা….আমার অন্যরকম অনুভূতি…. একটা প্রতিষ্ঠানকে নিজ চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখছি। কি যে ভালো লাগে যখন আমাদের প্রতিষ্ঠানটা অনেক বড় হচ্ছে, অনেকের লাইফে ইমপ্যাক্ট ফেলছে। আসলে অনুভূতিটা বলে বোঝাতে পারবো না। এ যেন ছোট্ট একটা বাচ্চাকে আস্তে আস্তে বড় করে তোলা। সেই এক রুমের অফিসটা আজ দশ রুমে পরিনত হয়েছে। সেই দুইটা বই থেকে আজ ১০০ বই এর মাইলফলক ছুয়েছে। ভাবতেই ভালো লাগে এই জার্নির প্রতিটা স্টেপে অংশগ্রহণ করতে পেরেছি, নিজের মত করে কাজ করতে পেরেছি। মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। মানুষের কাছে গর্ব করে বলতে ইচ্ছা করে আমাদের প্রতিষ্ঠান প্রায় ৫০ টি পরিবারের দায়িত্ব পালন করছে। ইনশাআল্লাহ এই সংখ্যাটা যেন ২৫ সালের মধ্যে দিগুনেরও বেশি করতে পারি। কত প্রতিকূল পরিবেশ, কত শ্রম, কত মেধা আর কত স্যাক্রিফাইসের ফসল আজকের এই অবস্থান। সবার দোয়া ও ভালোবাসা, সৃষ্টি কর্তার সন্তুষ্টি এবং সবার সর্বোচ্চ ডেডিকেশন পেলে খুব শীঘ্রই আমরা অনেক বড় একটা পরিবার হয়ে উঠতে পারবো।সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশায়…
দিনটি আসপেক্ট সিরিজ পরিবারের কাছে অনেক স্পেশাল ছিলো কারণ আসপেক্ট সিরিজ পরিবারের এক সাথে একক ভাবে বাংলাদেশে এই প্রথম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য সময়ের সেরা পাবলিকেশন্স আসপেক্ট সিরিজের সকল সম্মানিত লেখকবৃন্দকে একত্রিত করে আনন্দঘন পরিবেশে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। এমন অনুষ্ঠান সত্যিই প্রসংশার দাবিদার। এমন অনুষ্ঠান লেখদের মনোবল আরও শক্ত করবে যা শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা এবং ক্যারিয়ার গঠণে সহায়তা করবে। সেরা মেধাবী লেখকবৃন্দের লেখা ও স্নেহাশীষ শিক্ষার্থীদের ভালোবাসায় এগিয়ে যাবে আসপেক্ট সিরিজ, ইনশাল্লাহ।
আপনার মতামত দিন