আগামী ২১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে। হাতে আর মাত্র আড়াই মাস সময় আছে। এরপরই শুরু হচ্ছে উচ্চশিক্ষার এই ভর্তিযুদ্ধ। ভর্তি পরীক্ষার আগের এই মুহূর্তগুলোই নির্ধারণ করে দেবে কারা সুযোগ পাবেন আর কারা পাবেন না। অনেকে এইচএসসি ও সমমান পরীক্ষার আগে কঠোর অধ্যবসায় করলেও পরীক্ষার পূর্বে গাঁ ছাড়া ভাব চলে আসে। ফলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে না পারার আক্ষেপে রয়ে যায় তাদের। তাই ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত যারা লেগে থাকতে পারবে, সফলতা তাদের কাছেই ধরা দেবে।
আপনার মতামত দিন