দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৮ জুন থেকে শুরু হয় ভর্তি আবেদন। ১০ জুলােই পর্যন্ত আবেদন করেছে ৮৫ হাজারের অধিক শিক্ষার্থী।
নিজস্ব সুত্রে জানা গেছে, এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন প্রায় ৮৫ হাজার শিক্ষার্থী। তবে আবেদন ফি জমা দিয়েছেন ৮১ হাজার ২১৯ জন। কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত ৮ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৫৪৮টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ২২.৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভর্তি পরীক্ষার কেন্দ্র
ভর্তি পরীক্ষায় মোট আটটি কেন্দ্র থাকবে। ১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ৩. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; ৪. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; ৫. চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; ৬. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; ৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; এবং ৮ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জে একযোগে অনুষ্ঠিত হবে।
কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ আসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫ আসন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ আসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩ আসন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫ আসন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ আসন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ আসন এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ আসন।
শেষ সময়ের প্রস্তুতিতে করণীয়
পরীক্ষার আর বেশিদিন বাকি নেই। এসময়ে নিজের প্রস্তুতিটাকে যাচাই করতে বেশি বেশি অনুরূপ প্রশ্নে মডেল টেস্ট দিতে হবে।
কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে এগিয়ে থাকতে এবং তোমার প্রস্তুতি যাচাই করতে বেশি বেশি অনুশীলনের কোন বিকল্প নেই।তাই তোমার প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিতে আজই সংগ্রহ করো আসপেক্ট সিরিজের শতভাগ ব্যাখ্যাযুক্ত কৃষি মডেল টেস্ট বইটি।
বইটিতে যা পাবে:
ইটিতে একই সঙ্গে যা যা পাবে…
৪৫০টি প্রশ্নের মোট ০৯টি মডেল টেস্ট
৫০০টি প্রশ্নের ০৫টি সাবজেক্ট ফাইনাল
১০০০টি প্রশ্নের ১০টি মডেল
সেল্ফ টেস্ট এর জন্য অধ্যায়ভিত্তিক ১৭০০টি প্রশ্ন
সর্বমোট ৩৬৫০টি প্রশ্নের বিশাল সমাহার
পরীক্ষার পূর্ব রাতের প্রস্তুতি
পরীক্ষার ৭/৩ দিন আগে: েএতো দিন অনেক পড়েছো… অনেক কষ্ট করেছো একখন আর নতুন করে কিছু পড়ার দরকার নেই। নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজশন বইটি সংগ্রহ করে রিভিশন দিয়ে নাও।
নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজশন বইটি সাধারণত শিক্ষার্থীদের হাতে ৭দিন/৩দিন/১দিন আগে পৌঁছায়। এই অল্প সময়ে কিভাবে বইটি পড়লে ফলপ্রসূ হবে তা নিম্নরূপ:
৭ দিন আগে হাতে পেলে:
১. প্রতিটি সাবজেক্টের প্রতিটি টপিক ভালভাবে দেখতে হবে।
২. টপিকের শেষে থাকা মডেল এক্সাম্পল সলভ করতে হবে।
৩. চাইলে সাতটি সাবজেক্টকে ৭দিনে ভাগ করতে পারো। সেক্ষেত্রে বায়োলজি ১দিন, রসায়ন ১দিন, পদার্থ ২দিন এবং ম্যাথ ২দিন এবং ইংরেজি ১দিন সময় নিয়ে সলভ করতে পারো।
৩দিন আগে হাতে পেলে:
১.সার্ভে টেবিল দেখে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চিহ্নিত করবে। এক্ষেত্রে প্রতিটি টপিক ভালভাবে পড়ে নিতে হবে।
২.যে টপিকগুলো ভুলে যাওয়ার মতো বা কঠিন তার মডেল এক্সামগুলো সলভ করতে হবে।
শেষ রাতে হাতে পেলে:
১. প্রথমে পুরো সাজেশনটি একবার পড়বে, যে টপিকগুলো তোমার নতুন লাগবে সেগুলো সকালে আরেকবার দেখে যাবে, এনাফ।
২. ম্যাথ এবং পদার্থের গুরুত্বপূর্ণ সূত্রগুলো একনজর দেখে নিব।
পরীক্ষার আগের দিন সেন্ট্রাল মডেল :
পরীক্ষার আগের দিন নেটওয়ার্ক কৃষি ভর্তি সহায়িকার সৌজন্যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে সেন্ট্রাল মডেল টেস্ট দেওয়ার ব্যাবস্থা করা হয়ে থাকে। এ বছর ও তার ব্যাতিক্রম হবে না। ২৮ জুলাই সেন্ট্রাল মডেল টেস্ট এর দিন নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার আগের দিনে সেন্ট্রাল মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতির ধাপটাকে যেমন এগিয়ে নিতে পারবে তেমনি পরীক্ষায় ফলাফলে ১ম ৫০ জনের জন্যে থাকছে মোবাইল ফোনসহ আকর্ষণীয় পুরস্কার।
পরীক্ষার রেজিস্ট্রেশনসহ যাবতীয় তথ্য পেতে কৃষি বিশ্ববিদ্যাল ভর্তি প্রস্তুতি ও তথ্যকেন্দ্র-NETWORK গ্রুপটিতে জয়েন করো। যেকোন প্রয়োজনে 01911 516919, 01916 198225 নং যোগাযোগ করো।
আপনার মতামত দিন