২০২৩-২৪ শিক্ষাবষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার দুই মাস এগিয়ে জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার ওপর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের শেষ দিকে এই পরীক্ষা শেষ হবে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে অনুযায়ী নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দুই মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে জানুয়ারির শেষের দিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হলে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখও পেছাবে।
করোনাভাইরাসের কারণে শিক্ষায় ব্যাপক জট তৈরি হয়েছে। এই জট থেকে বেরিয়ে আসতে সরকারের সব সংস্থাই চেষ্টা করছে। আগের বছরের বছরের তুলনায় এ বছর এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। কাজেই মেডিকেল ভর্তি পরীক্ষায় এগিয়ে আসবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যেহেতু এবার এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে সেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে নিয়ে আসা হতে পারে।
জানুয়ারি মাসে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দুই মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে এইচএসসির ফল প্রকাশ করা হলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিকে পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়টি আমাদের সকল অংশীজনের সাথে বৈঠক করে ঠিক করা হয়।
আপনার মতামত দিন