আজ বুধবার (৩১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের শেষ ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হবে। রাত ১২টার মধ্যে অনলাইনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের অবশ্যই আবেদন সম্পন্ন করতে হবে। এরপর আর আবেদনের সুযোগ থাকছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গত ২৩ মার্চ দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন শুরু হয়ে চলে ২৭ মার্চ বিকেল ৩টা পর্যন্ত। ওদিন রাত ৮টা থেকে ২৯ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় ধাপের আবেদন চলে। এরপর তৃতীয় ও শেষ ধাপের আবেদন ওদিন রাত ১০টা থেকে শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম বলেন, তিন ধাপে হওয়া চূড়ান্ত আবেদন প্রক্রিয়ার শেষ ধাপে যোগ্য প্রার্থীরা রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে। এর ফলে তালিকার পিছনে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে কম্পিউটারে নিজ আইডি দিয়ে লগইন করে আবেদনের সুযোগ পাবে।
জানা গেছে, আগামী ২৭ মে দুপুর ১২টা থেকে ২ জুন সন্ধ্যা ৬টার মধ্যে পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই ডাউনলোড করতে হবে। নির্দিষ্ট সময়ের পর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না। তিন ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ১৪ জুন। চলবে ১৬ জুন পর্যন্ত।
আপনার মতামত দিন