জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও চান্স পাওয়ার দিক নির্দেশনা :.A Unit (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) :* বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।* মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ হতে হবে* উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান / গণিতে B গ্রেড.B Unit ( সমাজবিজ্ঞান অনুষদ ) :* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।* উচ্চমাধ্যমিক বিজ্ঞান / কৃষি শাখা : মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ হতে হবে* উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা / মানবিক / অন্যান্য : মোট জিপিএ কমপক্ষে ৭.০০ হতে হবে ।* উচ্চমাধ্যমিকে বাংলা অথবা ইংরেজিতে B গ্রেড.C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।* উচ্চমাধ্যমিক মানবিক শাখা :মোট জিপিএ : ৬.০০* উচ্চমাধ্যমিক বিজ্ঞান / ব্যবসায় শিক্ষা / অন্যান্য :মোট জিপিএ : ৭.০০* উচ্চমাধ্যমিকে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড। অথবা বাংলায় A- ( মাইনাস) গ্রেড থাকলে ইংরেজি তে D গ্রেড থাকলেও পরীক্ষা দিতে পারবা। .C1 ইউনিট ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ).* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।* বিজ্ঞান / মানবিক / ব্যবসায় শিক্ষা / অন্যান্য শাখা :মোট জিপিএ : ৬.০০* বাংলায় B গ্রেড ।.D Unit ( জীববিজ্ঞান অনুষদ ) :.* বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।* মোট জিপিএ ৮.০০* উচ্চমাধ্যমিকে জীববিজ্ঞানে A- ( A মাইনাস ).E ইউনিট ( বিজনেস স্টাডিজ অনুষদ ) :* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।* উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা/ মানবিক ও অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.০০।* উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ ৭.৫০ * উচ্চমাধ্যমিকে ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় বি গ্রেড।.F ইউনিট ( আইন অনুষদ ).* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।* উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৮.০০* উচ্চমাধ্যমিকে বাংলায় এবং ইংরেজিতে B গ্রেড।.G ইউনিট ( ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ( IBA – JU ) :মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৪.০০ পেতে হবে।* উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ ৮.৫০।* উচ্চমাধ্যমিকে গণিত/পরিসংখ্যান এবং ইংরেজিতে এ- (মাইনাস) গ্রেড।. * উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৮.০০ * উচ্চমাধ্যমিকে ইংরেজিতে এবং হিসাববিজ্ঞান/অর্থনীতি/গণিত / ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় / ফাইন্যান্স ব্যাংকিং ও ইন্সুরেন্স এ- (মাইনাস) গ্রেড।.H ইউনিটঃ ( ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি – IIT )* বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।* মোট জিপিএ ৮.০০ থাকতে হবে * উচ্চমাধ্যমিকে গনিতে এবং পদার্থ বিজ্ঞানে A গ্রেড থাকতে হবে।.I ইউনিট ( বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ) :.* SSC , HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিন্ম জিপিএ ৩.০০ থাকতে হবে* উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ ৭.০০।* উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.৫০ ।* উচ্চমাধ্যমিকে বাংলায় এবং ইংরেজিতে B গ্রেড।.বিঃদ্রঃ সকল ইউনিটের ক্ষেত্রেই ৪র্থ বিষয়সহ জিপিএ হিসাব করা হবে ।
আপনার মতামত দিন