চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ইউনিটের পূর্ণাঙ্গ ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ভর্তিচ্ছুরা ফলাফল দেখতে পারছেন। কিছুক্ষণ পর ওয়েবসাইটে ফল আপডেট হলে সেখানেও দেখা যাবে। তবে ‘সি’ ইউনিটের আগে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষ হলেও এখনো রেজাল্ট দিতে পারেনি কর্তৃপক্ষ।
এর আগে, গতকাল শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে ‘সি’ ইউনিটের পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষায় ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণের কথা থাকলেও করেছেন ৯ হাজার ২২৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩ দশমিক ৪০ শতাংশ। বাকি ১ হাজার ৮৩৭ জন অনুপস্থিত ছিলেন। যা শতকরা হিসেবে মোট পরীক্ষার্থীর ১৭ দশমিক ৬০ শতাংশ।
আপনার মতামত দিন