সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে গণবিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া আজ সোমবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। ১৯ তারিখ পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকে সর্বমোট ১০৮টি আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে ১০২টি, ব্যবসায় শিক্ষায় চারটি ও মানবিক বিভাগের দু’টি আসন রয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিজ্ঞান বিভাগের ১-৮০০ পর্যন্ত এবং দুপুর ২টা থেকে ৮০১-১৬৫০ পর্যন্ত ভর্তি চলবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে একই বিভাগের ১৬৫১-৫০০০ পর্যন্ত ও দুপুর ২টা থেকে ৫০০১-৮০০০ পর্যন্ত এবং আর্কিটেকচারের ১-৩৪ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে।
আগামী বুধবার সকাল ৯টা থেকে মানবিক বিভাগের ১-১৩১৯ পর্যন্ত ও দুপুর ২টা থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের ১-৫৫৯ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে।
আপনার মতামত দিন