গুচ্ছভুক্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ২৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সময়সীমা পর্যন্ত মোট আবেদন ছিল ২৫ হাজার ৩২৫জন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬১২ জন শিক্ষার্থী এখনও ভর্তি ফি পরিশোধ করেন নি। ভর্তি ফি পরিশোধ সময় শেষ হবে শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১২.৫৯ মিনিটে।
২০২১-২২ শিক্ষাবর্ষে মাভাবিপ্রবিতে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হচ্ছে। যার মধ্যে বিজ্ঞান, প্রকৌশল ও জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আপনার মতামত দিন