গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার তথ্য দিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/reg/check-elegiblility) থেকে এ ফলাফল দেখতে পারবে।
প্রথম ধাপের চূড়ান্ত আবেদন করার পর কত সংখ্যক আবেদন পড়েছে তার উপর নির্ভর করে পরবর্তীতের দ্বিতীয় ও তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ এবং চূড়ান্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে।
পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হবে আগামী ১লা সেপ্টেম্বর থেকে। আবেদন চলবে আগামী ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ প্রার্থীদের ১ হাজার ২০০ টাকা ফি জমা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।
আপনার মতামত দিন