রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্তৃপক্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে। আগামী ৪ অক্টোবর ‘সি’ ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২১ নির্ধারিত হয়েছে।
প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তিন শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission থেকে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত মার্চ মাসে এক সভার প্রেক্ষিতে ১৪ জুন তারিখ থেকে ভর্তি পরীক্ষা শুরুর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে গত ২০ মে করোনাভাইরাস পরিস্থিতির কারণে তারিখ পিছিয়ে আগস্টে ভর্তি পরীক্ষার গ্রহণের ঘোষণা দিলেও পরবর্তীতে তা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
আপনার মতামত দিন