আজ শুক্রবার মেডিকেল পরীক্ষার্থী ১-১২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আসপেক্ট সিরিজ। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন যথাক্রমে মিশরী মুনমুন, মোঃ তানভীর আহমেদ, মার্জিউল হক রিয়াদ, মোঃ রাকিবুল হাসান, তাসফিয়া রহমান উর্বি, মোঃ মুরতাসিন ফুয়াদ, মোঃ শরিফ হাসান, সাবা আনিকা, সুমাইয়া ইসলাম আঁখি, আবু সাদিক।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা তাদের অনুভুতি ব্যক্ত করেছেন। আসপেক্ট সিরিজ কেন সেরা এ বিষয়েও আলোচনা করা হয়েছে। তাছাড়া আসপেক্ট সিরিজে ডাটা, মান মনে রাখার ট্রিকস প্রশ্ন বিশ্লেষণ ইত্যাদি ব্যতিক্রম বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়। এডমিশনে আসপেক্ট সিরিজ থেকে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে এ বিষয়েও প্রত্যেকে তারা তাদের অনুভুতি ব্যক্ত করেন।
ভবিষ্যতে আসপেক্ট সিরিজকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখবে এবং বাংলাদেশে অন্যতম সৃজনশীল এবং ব্যতিক্রমধর্মী পাবলিকেশনের সাথে তারা একত্রিত হয়ে সকলে কাজ করবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।
বিগত সালে মেডিকেলে প্রথম স্থান অধিকারীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজভী তৌহিদ শুভ, মাহমুদুল হাসান, ইউসুফ এবং আসপেক্ট সিরিজের লেখকবৃন্দ।
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মিশরী মুনমুন বলেন, আসপেক্ট সিরিজের বইগুলো একটু ব্যতীক্রম উপস্থাপনা ও শর্টকার্ট সমৃদ্ধ। প্রথম বর্ষ থেকে কেউ মেইন বইয়ের সাথে বইটি রাখলে তারা অনেক বেশি আপডেট থাকবে ও এগিয়ে যাবে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় তানভীন বলেন, ‘মেডিকেল ভর্তি সব সময় মেইন বই ফলো করতেন। তবে মেডিকেল গাইডের প্রতি তিনি সব সময় নেগেটিভ ছিলেন। কিন্তু আসপেক্ট সিরিজের বইগুলো দেখার পর তার কাছে অত্যন্ত ব্যতিক্রম মনে হয়েছে এবং তার ধারণা পরিবর্তন হয়ে গেছে যে আসলে সহায়ক বই কতোটা উপকার হতে পারে’।
মেডিকেল ভর্তি পরীক্ষায় তৃতীয় মার্জিউল হক বলেন, ‘অসাধারণ উপস্থাপনা সমৃদ্ধ একটি বই। আমার কাছে মনে হয় একটি শিক্ষার্থীর যা দরকার এগুলো সব কিছুই আছে। পূর্নাঙ্গ গাইডলাইন সমৃদ্ধ একটি বই।
২০১৬-১৭ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শুভ বলেন, আসপেক্ট মেডি সিরিজের ফিজিক্স বইটি লিখে সে অত্যান্ত আনন্দিত এবং বইটি লিখে তার যে শ্রম স্বার্থক হয়েছে এজন্য তিনি গর্ববোধ করেন।
মেডি বায়োলজি বইয়ের লেখক ২০১৮ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম ইউসুফ বলেছেন, বায়োলজি বইটি বাজারে যেকোনো বইয়ের চেয়ে একটি সেরা উপস্থাপনায় এবং চিত্র সম্বন্ধিত বই যা অনেকের চোখেই এক বাক্যেই মস্তিষ্কে তথ্য ঢুকে যাওয়ার মতো।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত মেডি কেমিস্ট্রি বইয়ের লেখক রনি মোল্লা ও এরশাদুল হক সহ অন্যান্য লেখকবৃন্দ তাদের মতামত ব্যাক্ত করেন বইটি কেন অন্যদের চেয়ে আলাদা।
সবার জন্য গৃহ শিক্ষকের বিকল্প একটি প্লাটফর্ম হচ্ছে আসপেক্ট সিরিজ। এই সিরিজ সবাইকে নিয়ে শীর্ষ মেধাবীদের নিয়ে দেশের সেরা প্লাটফর্ম নিয়ে কাজ করে। দেশের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এই প্লাটফর্ম দেশের নেতৃস্থানীয় পর্যায়ে যাবে এই মতামত ব্যাক্ত করেই আসপেক্ট সিরিজের সিইও, মোহাম্মদ হোসেন আলী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত দিন